এই গোপন কথাগুলো কোনওদিনই শাশুড়ি পুত্রবধূকে জানান না...

Odd বাংলা ডেস্ক: বউ-শাশুড়ির ঝামেলা আজকের নয়। সেই আদ্যিকাল থেকে তরকারিতে নুন বেশি দেওয়া থেকে ধোয়ার পরও কাপড়ে ময়লা থাকা পর্যন্ত চলেই আসছে। খোকার আবার টক দইয়ে চিনি ছাড়া চলে না, এদিকে ডায়েট ফ্রিক বউ বাড়িতে চিনি ঢোকা বন্ধ করে দিয়েছে। আর এখনকার সব বউমারাই প্রায় কর্মরতা। শাড়ি-সালোয়ার ছেড়ে ভরসা সেই ওয়ের্স্টানেই। তবে সব সময়ই যে ঝামেলা এমনটা নয়। ভালো সম্পর্কও কিন্তু থাকে। আসলে সুখ দুঃখ মিলিয়েই সংসার। অনেকেই বৌমাকে মেয়ের মতো করে আপন করে নেন। 

তবে আপনি জানেন কি শাশুড়িরা অনেক সময় ছেলে বউয়ের উপর খুশি থাকলেও তা মুখে বলতে চান না। অনেক বিষয় গোপন রাখেন ও এড়িয়ে যান। এর পেছনে খুব বড় যে কারণ আছে বিষয়টি কিন্তু এমন নয়। আসুন দেখে নেই এমন সাতটি বিষয় যা শাশুড়িরা বউদের কাছে গোপন রাখতে পছন্দ করেন। 

ছেলের প্রতি ভালোবাসা 

বিয়ের পরে সব মায়েরা বুঝতে পারে ছেলের ভালোবাসা কিন্তু ভাগ হয়ে যায়। ছেলে আর তার একার নয়। ছেলে প্রতি তার যেমন দাবি আছে আবার ছেলের বউয়ের প্রতি ছেলের অনেক দায়িত্ব অধিকার। বিষয়টি তিনি বুঝলেও বউয়ের কাছে ভুলেও এটি প্রকাশ করেন না। 

ছেলের দেখভাল 

বিয়ের পরে প্রত্যেক শাশুড়ি মনে করেন তার ছেলেকে দেখভালের জন্য একজন লোক পাওয়া গেল। আর তার দায়িত্ব অনেক কমে গেল। এই বিষয়টি শাশুড়িরা সব সময় গোপন রাখেন। যদিও বউমার হাতে দায়িত্ব পুরোপুরি তাঁরা ছেড়ে দিতে চান না। 

নিরাপত্তাহীনতা 

শুনে হয়তো অবাক হবেন যে বিয়ের পরে অনেক শাশুড়িই নিরাপত্তাহীনতায় ভোগেন। ছেলে শ্বশুরবাড়ি যাক এটা পছন্দও করেন না বেশিরভাগ শাশুড়ি। কিন্তু এটি কখনোই মুখে শিকার করেন না। বললেও ঘুরিয়ে বলেন। 

শাশুড়ি পুত্রবধূ পেয়ে খুশি 

শাশুড়িরা পুত্রবধূ পেয়ে কিন্তু মনে মনে খুশিই হয়। আর বউ যদি হয় মনের মতো, তাহলে তো কথাই নেই। কিন্তু শাশুড়ি এই কথা মনের মাঝে গোপনে লালন করেন। কাউকে বলেন না। 

ছেলের বউ দুজনেরই ভালো চান 

শাশুড়িরা সব সময় ছেলের বউয়ের মঙ্গল কামনা করেন কিন্তু মুখে বলতে চান না। বউ ভালো থাকলে ছেলেও ভালো থাকবে। উভয়ের জন্য দু:শ্চিন্তা করলেও বলতে চান না। দুজনেই যে তাঁরই সন্তান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.