দেশে বন্ধ হতে চলেছে 'সিঙ্গল ইউজ' প্লাস্টিক

Odd বাংলা ডেস্ক: সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে মানুষকে সচেতন করার কাজে হাত লাগিয়েছে কেন্দ্র। এর জন্য দুই মাসব্যাপী প্রচার চালানো হবে কেন্দ্রের তরফে। সেই প্রচারের সূচনা হল মঙ্গলবার। এর আগে চলতি বছরের মার্চেই কেন্দ্র একটি বিজ্ঞপ্তি ড্রাফ্ট করেছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২২ সালের মধ্যে দেশে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে। তার জন্য বর্জ্য ব্যবস্থাপনার নিয়মেও রদবদল আনা হবে।

এই বিষয়ে এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, 'অনেক রাজ্যই আইন করে এককব্যবহারযোগ্য প্লাস্টিকের প্রয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ৪০ মাইক্রনের মোটা প্লাস্টিক ব্যাগের ব্যবহারের উপর আমরাও নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিটি রাজ্যকে এই বিষয়ে নজরদারি চালাতে বলা হয়েছে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.