মনে পড়ছে না ঠিকানা,সাজা শেষেও পাকিস্তানের জেলে আটকে ১৭জন ভারতীয়
এদিকে, সাজা শেষ হওয়ায় কারাগারে আটকে থাকা ওই বন্দিদের নিজের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে পাকিস্তান। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন মারফত ওঁদের ছবি পাঠানো হয়েছে নয়াদিল্লির কাছে। তা নিজেদের ওয়েবসাইটে পোস্ট করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ছবি পাঠানো হয়েছে এ দেশের কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্যগুলিতেও। কিন্তু এত কিছুর পরও কারওরই পরিজনের খবর মেলেনি। ফলে সাজার মেয়াদ শেষ হওয়ার পর ৬বছর কেটে গেল ওঁরা কেউই ঘরে ফিরতে পারেননি। সম্প্রতি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক নির্দেশিকায় জানানো হয়েছে, ওঁদের বিষয়ে কেউ কোনও তথ্য দিতে পারলে যেন তৎক্ষণাৎ যোগাযোগ করা হয়।
প্রসঙ্গত, পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দি ওই ১৭ জনের পরিচয় ২০১৫ সালেই প্রকাশ করেছিল ইসলামাবাদ। বন্দিদের মধ্যে ৪ জন মহিলাও রয়েছেন বলে খবর। গুল্লু জান, আজমিরা, নকায়া আর হাসিনা- জেলেই নতুন নাম পেয়েছেন তাঁরা। পাকিস্তানের দাবি, ওঁরা ভারতের বাসিন্দা। কিন্তু এর বেশি কেউ কোনও তথ্য দিতে পারছেন না। এদের অনেকেরই বয়স হয়েছে। কারও কাছে নাগরিকত্বের প্রমাণ নেই। ওঁদের পরিবারের কেউ এগিয়ে না এলে ওঁদের ভারতে ফেরানোও কার্যত অসম্ভব।
Post a Comment