বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরে! উদ্ধার হতেই...
Odd বাংলা ডেস্ক: বতসোয়ানা। আফ্রিকা মহাদেশের শীর্ষস্থানীয় হীরা উৎপাদনকারী দেশ। সেখানেই সন্ধান পাওয়া গেল বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরক খণ্ড। জানা গিয়েছে হীরে খণ্ডটি ১ হাজার ৯৮ ক্যারেটের। খণ্ডটি উত্তোলন করে দেবসোয়ানা ডায়মন্ড কোম্পানি।
প্রতিষ্ঠানটি জানায়, খনি থেকে উত্তোলনের পর সংশ্লিষ্টরা হীরক খণ্ডটি সংরক্ষণ করে। পরবর্তীতে তা দেশের রাজধানী গাবোরোনে রাষ্ট্রপতি মোকউইতসি মাসিসির কাছে উপস্থাপন করা হয়।
দেবসোয়ানা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লেনেথ আর্মাষ্ট্রং জানান, সত্যি এটি বিরল এবং অসাধারণ পাথর, এই হীরা জাতির জন্য ভালো কিছু আনবে। সরকার এবং গ্লোবাল ডায়মন্ড জায়ান্ট ডি বিয়ার্স-এর যৌথ উদ্যোগে এই হীরা আবিষ্কার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, তাদের কোম্পানির ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় হীরক খণ্ড।
উল্লেখ্য, এখন পর্যন্ত পৃথিবীতে সন্ধান পাওয়া সবচেয়ে বড় হীরক খণ্ডের ওজন ৩,১০৬ ক্যারেট। কালিকান নামের এই খণ্ডটি ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। দ্বিতীয় বৃহত্তম হীরক খণ্ডটি পাওয়া যায় ২০১৫ সালে দক্ষিণপূর্বাঞ্চলীয় বতসোয়ানার কারোবিতে, যা ছিল ১,১০৯ ক্যারেটের এবং বর্তুলাকার।
Post a Comment