ইয়াসের কারণে কমেছে ইলিশের জোগান, জামাই ষষ্ঠীতে তাই ভরসা মায়ানমার

Odd বাংলা ডেস্ক: এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা। চাহিদা অনুযায়ী বাজারে ইলিশের আমদানি কম।দীঘা থেকে যে পরিমাণে ইলিশ হাওড়ায় আসার কথা তা আসেনি। তার ওপর আবার বাংলাদেশ থেকে ইলিশের আমদানিও বন্ধ। এই পরিস্থিতিতে রাজ্যে ইলিশের চাহিদা মেটাতে এবার মায়ানমার থেকে ইলিশ আনা হচ্ছে হাওড়ার পাইকারি বাজারে। হাওড়ার পাইকারি বাজারের মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, পদ্মার ইলিশ এবারে পাওয়া যাচ্ছে না। তাই এবার ইরাবতী নদীর ইলিশ আনা হয়েছে। একটু বড় মাপের ইলিশ কেজি প্রতি ১০০০ টাকা থেকে ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগেই ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বিধ্বস্ত অবস্থা দীঘার। ঘূর্ণিঝড়ের কারণে এই বছর দীঘা থেকে সেইভাবে ইলিশ আসেনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.