প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবার ড্রোনে করে টিকা পাঠাবে ভারত সরকার
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকারের তরফে প্রত্যন্ত গ্রামাঞ্চলে করোনার টিকা পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করতে চলেছে। এ জন্য তারা টেন্ডার ডাকতে করেছে। আগামী ২২ জুনের মধ্যে টেন্ডার জমা দিতে বলা হয়েছে।
জানা গিয়েছে প্রথমে তেলেঙ্গানায় ড্রোনের মাধ্যমে ঘরে ঘরে টিকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিল ভারত সরকার। তবে এখন পর্যন্ত জানা গেছে, রাজস্থানের বিকানের থেকে এই ড্রোন প্রকল্প শুরু হতে পারে।
এ বিষয়টির তদারকিতে রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। তাদের তরফেই টেন্ডার চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বলা হয়েছে, কমপক্ষে ৪ কেজি পর্যন্ত ওজন বইতে সক্ষম হতে হবে ড্রোনগুলোকে। মাটি থেকে উল্লম্বভাবে কমপক্ষে ১০০ মিটার উচ্চতায় উড়তে হবে।
আরও বলা হয়, যে জায়গা থেকে টিকা বোঝাই করে ড্রোনগুলোকে ওড়ানো হবে, টিকা সরবরাহ করে ফের সেখানে ফেরত আসতে হবে সেগুলোকে। এ ছাড়া টিকা নিয়ে ড্রোনগুলো যাতে নিরাপদে মাটিতে নামে, জিপিএসের মাধ্যমে তার গতিবিধি নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে।
Post a Comment