সকাল থেকেই মুখ ভার আকাশের,চলছে বৃষ্টি, জেলায় জেলায় জারি কমলা সতর্কতা
Odd বাংলা ডেস্ক: শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। একাধিক জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। রবিবার পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে বলে জানানো হয়েছে। শনিবারও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বৃষ্টির সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের ১৮ তারিখ সমুদ্রে যাওয়ার উপর নিষধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে চলবে বৃষ্টিপাত, আবহাওয়া এমনই থাকবে। জানা গিয়েছে, ২২ তারিখ থেকে সামান্য পরিবর্তন হবে আবহাওয়ার।
প্রসঙ্গত,বুধবার রাত থেকেই কলকাতা সহ আশেপাশের এলাকায় শুরু হয়েছে বৃষ্টির দাপট। বৃহস্পতি ও শুক্রবারও দিনভর ব্যাপক বৃষ্টিপাত হয়। শনিবার সকালেও পরিস্থিতি একই। দফায় দফায় চলছে বৃষ্টি।
Post a Comment