কোন কোন রাজ্যে যেতে গেলে RT-PCR পরীক্ষার প্রয়োজন নেই, জেনে নিন

Odd বাংলা ডেস্ক: করোনার কবল থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে দেশ। আর এই পরিস্থিতিতে অনেক নিয়ম-নীতিই শিথিল করেছে কিছু রাজ্য। কোন কোন রাজ্যে যেতে গেলে RT-PCR পরীক্ষার প্রয়োজন নেই, জেনে নিন-

দিল্লিতে যদি মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বিমানযাত্রীদের দিল্লি বিমানবন্দরে নামার সময় তাঁদের আর কোনও আরটি-পিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট বহন করার দরকার নেই।

হিমাচল প্রদেশ রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছিল যে আরটি-পিসিআর নেগেটিভি টেস্ট রিপোর্ট হিমাচলে প্রবেশ করার সময় আর বাধ্যতামূলক নয়।

ছত্তিশগড়, রাজস্থান, পঞ্জাব, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, চণ্ডীগড়-ভ্যাকসিন নিয়েছেন এমন ভ্রমণকারীদের আরটি-পিসিআর নেগেটিভি টেস্ট রিপোর্ট ছাড়াই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

পঞ্জাব এবং চণ্ডীগড় কোনও যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষা ছাড়াই প্রবেশ করতে দিচ্ছে, যদি তারা একটি কোভিড-১৯-এর ভ্যাকসিনের একটি ডোজ পেয়ে থাকে এবং তারপর থেকে ২সপ্তাহ অতিবাহিত হয়ে থাকে।

রাজস্থানে যে সমস্ত যাত্রীরা ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন এবং দ্বিতীয় ডোজ দেওয়ার পর থেকে ২৮ দিন অতিবাহিত করেছেন, তাদের কোভিড-১৯ টেস্ট করা থেকে অব্যাহতি দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.