পাকিস্তানে পোলিও টিকা দিতে গিয়ে নিহত পুলিশ অফিসার


Odd বাংলা ডেস্ক: পাকিস্তানিরা বিশ্বাস করে পোলিও টিকা আসলে বিষ। আর অন্য দেশ থেকে এই টিকা পাঠানো হচ্ছে তাদের শিশুদের হত্যা করার জন্য। এই বিশ্বাসের ওপর ভর করে এর আগেও বেশি কিছু স্বাস্থ্য কর্মীর ওপর হামলা চালানো হয় পাকিস্তানে। নিহত হন এক স্বাস্থ্যকর্মী। তাই কয়েকমাস আগে থেকে পাকিস্তানের সরকার নিয়ম করেছে যে সেই দেশে পোলিও খাওয়াতে যাবে যে স্বাস্থ্যকর্মীরা তাদের দুজন পুলিশ অফিসার পাহাড়া দেবে। 

কিন্তু এবার খাইবার প্রদেশে ঘটল আরও ভয়ানক ঘটনা। পেশওয়ারের একটি গলিতে দাঁড়িয়ে কিছু শিশুদের পোলিও খাওয়াচ্ছিল স্বাস্থ্যকর্মীরা। তাদের পাহাড়ায় দাঁড়িয়ে ছিল দুজন পুলিশ অফিসার। আচমকা বাইকে করে এসে দুই দুষ্কৃতি তাদের ওপর হামলা চালায়। গুলি করে দুই অফিসারকে। ঘটনাস্থলেই দুই অফিসার মারা যান। দুই আততায়ী বাইকে করে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.