রাস্তায় ধারে পড়ে থাকতে দেখা গেল ৩৫০ বছর আগের তৈলচিত্র!

Odd বাংলা ডেস্ক: রাস্তার পাশে পড়ে ছিল ৩৫০ বছর আগের দুটি বিখ্যাত তৈলচিত্র! জার্মানির এক পথচারী এ ঘটনার সাক্ষী হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে জার্মানির বাভারিয়া অঙ্গরাজ্যের উজবুর্গ শহরের একটি মোটরওয়ে সার্ভিস স্টেশনে পরিত্যক্ত অবস্থায় ছবি দুটি দেখতে পান এক ব্যক্তি। 

জানা গিয়েছে, ছবি দেখে সন্দেহ হলে সেসব নিয়েই পুলিশের কাছে হাজির হন তিনি। প্রাথমিকভাবে পর্যালোচনায় বেরিয়ে আসে, তৈলচিত্রগুলোর একটি ডাচ শিল্পী স্যামুয়েল ভ্যান হুগস্ট্রেইনের। পরে জানা যায়, অন্যটি ইতালীয় শিল্পী পেইত্রো বেল্লোত্তির।

তবে সেই দুই ছবি রাস্তার পাশে কিভাবে পড়ে থাকতে পারে, তা নিয়ে স্থানীয় প্রশাসন বেশ চিন্তায় পড়ে যায়। এখন পর্যন্ত ওই মূল্যবান দুই চিত্রকর্মের মালিকানা কেউ দাবি করেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.