রাতভোর বৃষ্টি, থইথই কলকাতা

Odd বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা, কলকাতায় রাতভর বৃষ্টি। জলমগ্ন বিভিন্ন রাস্তা। দক্ষিণবঙ্গে শুক্রবার বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৭৯ মিলিমিটার। এ ছাড়া বালিগঞ্জে ১৪৮ মিলিমিটার, কালীঘাটে ১৬৮ মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাবে ১৬৩ মিলিমিটার। ব্যাপক বৃষ্টিতে গোটা কলকাতার অবস্থা বেগতিক। বাড়ির বাইরে হাঁটুজলে বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে গিয়েছে সাধারণ মানুষের। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.