আমেরিকায় ভুলক্রমে জলের টাওয়ার বিক্রি

Odd বাংলা ডেস্ক: সম্পত্তি বিক্রি করতে গিয়ে ভুলক্রমে বিক্রি হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি জলের টাওয়ার। বুর্কসভিলে শহরে এক ব্যবসায়ী মিউনিসিপ্যাল করপোরেশনের মালিকানাধীন একটি ভবন ৫৫ হাজার ডলারে কিনে নেন। জিম বানানোর উদ্দেশ্যে ওই ভবন কেনেন ওই ব্যবসায়ী। কর্তৃপক্ষ বুঝতে পরে ববি রেডকে জানান, তিনি জলের টাওয়ার সহ কিনেছেন।

সৌভাগ্যের বিষয় হলো ববি রেড টাওয়ারটি ব্রুকসভিলে কর্তৃপক্ষকে ফিরিয়ে দিয়েছেন। সাড়ে আট হাজার মানুষের শহরটি টাম্পা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

শহরটির কাউন্সিল সদস্য ব্লেক বেল বলেন, 'জানি না এখানে দায় কার। আমরা কাউন্সিল সদস্য আর নির্ভর করি শহর ব্যবস্থাপকের ওপর। আমাদের ধারণা তার অবহেলায় এই ভুল হয়েছে।' শহর ব্যবস্থাপক মার্ক কাটনি বলেন, 'আমরাও মানুষ, আমরাও কখনো কখনো ভুল করে ফেলি।'

এদিকে এই ঘটনার জের ধরে পদত্যাগ করেছেন শহরটির উন্নয়ন সংস্থার পরিচালক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.