জৈষ্ঠ্যের তীব্র দাবদাহের মাঝে আজও কলকাতা-সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Odd বাংলা ডেস্ক: জৈষ্ঠ্যের তীব্র দাবদাহে নাজেহাল কলকাতাবাসী। রবিবার বৃষ্টি হলেও যেন স্বস্তি নেই। সোমবার সকাল থেকেই রোদের দাপটে গলদঘর্ম অবস্থা। বর্ষা কবে আসবে? হা-পিত্যেশ করে বসে গোটা দক্ষিণবঙ্গ। যদিও উত্তরবঙ্গে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। কিন্তু, দক্ষিণবঙ্গে এখনও তার দেখা নেই। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে। এদিকে, দাবদাহ থেকে আজ খানিকটা স্বস্তি মিলতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, আজ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.