স্পেশাল এফডি স্কিম-এ পেয়ে যাবেন বিশেষ অফার, থাকছে অতিরিক্ত সুদও, জেনে নিন বিস্তারিত

Odd বাংলা ডেস্ক: স্পেশাল এফডি স্কিম কী, এর মাধ্যমে পেয়ে যেতে পারেন বিশেষ অফার, থাকছে অতিরিক্ত সুদও, জেনে নিন বিস্তারিত-

  • HDFC ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন কেয়ার এফডি

এইচডিএফসি ব্যাঙ্ক সিনিয়র কেয়ার এফডি নামে প্রবীণ নাগরিকদের জন্য একটি প্রকল্প চালু করেছে। ব্যাঙ্ক এই এফডিতে ০.২৫% অতিরিক্ত প্রিমিয়াম সরবরাহ করছে।এই স্কিমটি ৫ থেকে ১০ বছরের জন্য। এইচডিএফসি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের সুদের হার দেয় ৬.২৫%।

  • SBI WECARE

এসবিআই গত বছরের মে মাসে প্রবীণ নাগরিকদের জন্য একটি মেয়াদী আমানত প্রকল্প এসবিআই উইকেয়ার ঘোষণা করেছিল। প্রবীণ নাগরিকরা ৫ বছরের জন্য ০.৮০% অতিরিক্ত সুদ পাবেন।বর্তমানে ৫ বছরের জন্য সুদের হার ৫.৪০%, তবে এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকরা ৫ বছরের জন্য ৬.২০% সুদ পাবেন।

  • ব্যাঙ্ক অব বরোদা

ব্যাঙ্ক অব বরোদা (বিওবি) প্রবীণ নাগরিকদের ৫ থেকে ১০ বছরেরও বেশি এফডিগুলিতে ১% বেশি সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের এই এফডিতে ৬.২৫% হারে সুদ দেওয়া হচ্ছে।

  • ICICI Bank Golden Years FD Scheme

এই প্রকল্পের আওতায় প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.৫০% সুদ এবং ০.৩০% সুদ পাবেন যা, তাদের অন্যদের তুলনায় অতিরিক্ত ০.৮০% সুদ দেয়। এই স্কিমটি ৫ বছর ১ দিন থেকে ১০ বছর ধরে ২ কোটি টাকার জন্য প্রযোজ্য হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.