কে এই বেহালা বাদক, কোথায় তার বাড়ি?

Odd বাংলা ডেস্ক: কখনও 'দিওয়ানা হুয়া বাদল', আবার কখনও 'হ্যায় চাঁদ সা রওসন চেহরা।' তাঁর বেহালার সুরে যেন জাদু আছে। কিন্তু কি তাঁর নাম। কোথা থেকেই বা তিনি এসেছেন। জানা গেছে লোকটির নাম ভগবান মালি। তাঁর বাড়ি মালদা জেলায়। 

 গত বছর সদ্যোজাত নাতনিকে দেখতে অসুস্থ স্ত্রীকে সঙ্গে করে কলকাতায় আসেন। কিন্তু আটকা পড়ে যান লকডাউনে। বাড়ি ফিরতে পারেননি। এ দিকে কষ্টে থাকা মেয়ের সংসার লকডাউনে আরও শোচনীয়। নিরুপায় ভগবান মালি বেহালা নিয়ে নেমে পড়েন পথে। গিরিশ পার্ক অঞ্চলের ফুটপাথে বেজে চলে রোজ বেহালার মর্মস্পর্শী সুর। যদিও লকডাউনে রাস্তাঘাটে লোকজন কম, তবু সারাদিনে দু-পাঁচজন মুগ্ধ শ্রোতা যেটুকু তাঁর হাতে দেন, তাই দিয়েই চালাতে হয় সব কিছু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.