Odd বাংলা ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ৩% । এ নিয়ে গত ১৮ দিন ধরে আক্রান্তের হার 3% -এ ঘোরাফেরা করছে। শনিবার সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট আক্রান্ত ৪৫৫০৩৩ জন । শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২,৭৬৬ মৃত্যু হয়েছে ১২০৬ জনের। শেষ ২৪ ঘন্টায় মোট টেস্ট করা হয়েছে ১৯,৫৫,২২৫। আর গোটা দেশে টিকাকরণ হয়েছে মোট ৩৭,২১,৯৬,২৬৮ (Data MoHFW)।
এদিকে পশ্চিমবঙ্গে শেষ ২৪ ঘন্টায় ১৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। রাজ্যে সুস্থতার পরিমাণও নেহাত কম নয় সুস্থ্য হয়েছেন ১৪৯০। তবে চিন্তার বিষয় হল ত্রিপুরা থেকে ১০০টি স্যাম্পেল পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল যার মধ্যে ৯০টি স্যাম্পেলই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের পাওয়া গিয়েছে। এটা সত্যিই চিন্তার বিষয়।
ওদিকে ডেল্টা, ডেল্টা প্লাসের পর এবার ভাইরাসের আরেক ভ্যারিয়েন্ট 'কাপ্পা'র খোঁজ মিলল উত্তরপ্রদেশে । দু'জনের শরীরে এই নয়া প্রজাতির করোনার খোঁজ পাওয়া গিয়েছে। কোভিডের এই প্রজাতির খোঁজ মেলায় ফের আশঙ্কার প্রহর গুনছেন চিকিৎসকরা। উত্তরপ্রদেশে সুস্থতার হার এই মুহূর্তে ০.০৪ শতাংশ।
তথ্যসূত্র: https://www.mohfw.gov.in/
Post a Comment