ভারতে এই প্রথম, ২৪ ঘণ্টা ট্যাপ থেকে মিলবে বিশুদ্ধ পানীয় জল
Odd বাংলা ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশে এই সুবিধা থাকলেও ভারতের কোনও শহরে ২৪ ঘণ্টার পানীয় জলের পরিষেবা ছিল না। জল পাওয়া গেলেও, তা খাওয়ার অনেক সময় খাওয়ার উপযোগী থাকে না। পানীয় জলের জন্য ফিল্টার বা পিউরিফায়ার ব্যবহারের প্রয়োজন হয়। কিন্তু এ বার ২৪ ঘণ্টা পানীয় জল সরবরাহের ব্যবস্থা করল ওড়িশা সরকার।
‘সুজল’ মিশনের সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এই উদ্যোগে পুরী জুড়ে ২৪ ঘণ্টা পানীয় জল পাবেন শহরবাসী। সেই জল সরাসরি পান করা যাবে বা রান্নার কাজেও ব্যবহার করা যাবে। পুনরায় এই জল শুদ্ধ করার প্রয়োজন পড়বে না।৯ মাসের মধ্যে পুরীর ৪০০ টি জায়গায় এই ট্যাপ লাগানো হচ্ছে। এর ফলে প্লাস্টিকের ব্যবহার কমানো যাবে বলেও মনে করা হচ্ছে। পানীয় জলের জন্য বরাদ্দ বাড়িয়ে ২০০ কোটি থেকে ৪০০০ কোটি করা হচ্ছে বলেও জানানো হয়েছে ওডিশা সরকারের তরফে। তবে বিজেপির দাবি, এটা আসে ভোটের আগে প্রলোভন তৈরি করা হচ্ছে। গেরুয়া শিবিরের অভিযোগ বিজু জনতা দলের শাসনকালে ২১ বছরে ৬৯ শতাংশ পরিবারে পানীয় জল পৌঁছয়নি।
Post a Comment