Odd বাংলা ডেস্ক: ছোট্ট একটা মেয়ে শুধু হেসেই পুরো ভার্চুয়ালজগতে আলোচনায়। সে হাসলে যেন গলে যায় পাথর, তার চোখ ঘায়েল করতে পারে যেকোনো বাঁধা। আর কোঁকড়া চুল যেন রহস্যের ফন্দিতে ব্যস্ত!
স্নিগ্ধ আর মায়াবী এই ছোট্ট মেয়েটির নাম আনাহিতা হাশেমজাদেহ। ছোট্ট আদুরে এই মেয়েটির হাসি দেখেনি এমন হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর। অনেকেই তাকে ডিম্পল গার্ল নামেই চেনেন।
নীল-সবুজ রঙের চোখ, বাদামি কোঁকড়া চুল আর সঙ্গে টোল পড়া হাসি। সুন্দর তুলতুলে গালে এমন হাসি। কিন্তু কে এই ডিম্পল গার্ল, তা হয়তো অনেকেই জানেন না।
২০১৬ সালের ১০ জানুয়ারি ইরানের ইসফাহান শহরে আনাহিতার জন্ম। ইরানের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠে আদুরে মেয়েটি। ইরান শহরের আনাহিতার সঙ্গে বিশ্ববাসীর পরিচিতি পেয়েছে তার টোল পড়া হাসির জন্য।
আনাহিতার মুগ্ধকর ছবিগুলো বিশ্ববাসীর সামনে এসেছে তার মা ও ইনস্টাগ্রামের কল্যাণে। ২০১৮ সালের জুনের দিকে ইন্সটাগ্রাম থেকে আনাহিতার কিছু ছবি আপলোড করা হয়। আর সেই ছবি যেন কেড়ে নেয় কোটি প্রাণ। আনাহিতার একের পর এক ছবি ও ভিডিও দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তে থাকে নেটিজেনরা।
আনাহিতার ইন্সটাগ্রামে এখন ১ দশমিক ১ মিলিয়নের সদস্য। শুধু ইনস্টা নয়, সব সোশ্যাল প্ল্যাটফর্মই কাঁপাচ্ছে ছোট্ট এই শিশুটি। তবে এখন পর্যন্ত শোবিজ পাড়াতে পা রাখতে দেখা যায়নি এই ডিম্পল গার্লকে।
আনাহিতা ছবি আঁকতে ও মজার মজার খাবার খেতে পছন্দ করে। তবে তার সবচেয়ে পছন্দের কাজ হলো, হেসে যাওয়া!
Post a Comment