Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা । বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জনের। তাঁরা সকলেই পরিযায়ী শ্রমিক বলে জানা যাচ্ছে। ঘুমন্ত অবস্থাতেই তাঁদের পিশে দেয় দুরন্ত গতিতে আসা ট্রাকটি। মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে লখনউ থেকে ২৮ কিলোমিটার দূরে।
লখনউ জোনের এডিজি সত্যনারায়ণ সাবাত জানিয়েছেন, উত্তরপ্রদেশের বারাবাংকি এলাকার রাম সাহানি ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি ডবল ডেকার বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। ১৮ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও প্রায় ১৯ জন। যার মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। তাঁদের প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত বাসের নিচে অনেক মৃতদেহ আটকে রয়েছে বলেও মনে করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
Post a Comment