উত্তাল সংসদ, বিরোধী ১০ সাংসদ সাসপেন্ড!


Odd বাংলা ডেস্ক: পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে মোবাইলে আড়ি পাতার অভিযোগ, নতুন কৃষি আইন, মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুকে ঘিরে উত্তাল সংসদের দুই কক্ষ। লোকসভায় বিবৃতির কাগজ ছিঁড়ে স্পিকারের দিকে ছুড়ে দেওয়ার অভিযোগে ১০ জন বিরোধী সাংসদকে অধিকাংশই কংগ্রেসের) সাসপেন্ড করা হয়েছে। 

হইচই হয়েছে রাজ্যসভাতেও। এ পরিস্থিতিতে দুই কক্ষেই বিজেপি-বিরোধী নানা দলের সদস্যদের কণ্ঠে শোনা গেল মমতা ব্যানার্জির স্লোগান- ‘খেলা হবে’।সংসদের এই উত্তেজনার মধ্যেই নিকটবর্তী মহাদেব রোডে দলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়ের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পেগাসাস-কাণ্ড নিয়ে মোদী সরকারকে তুলোধোনা করলেন মমতা বন্দোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, 'এই সরকার মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। আইনের তোয়াক্কা করছে না। অভিষেক ব্যানার্জি বা প্রশান্ত কিশোরের ফোন হ্যাক করার অর্থ- তাদের সঙ্গে আমার সমস্ত কথোপকথন জেনে নেওয়া।'তিনি আরও বলেন, 'এই পেগাসাস আসলে এক ভয়ঙ্কর ভাইরাস! এটা আমাদের, আপনাদের সবার সুরক্ষা ও নিরাপত্তা শেষ করে দিতে পারে।' তবে তিনি এও বলেন যে, 'আমার সুপ্রিম কোর্টের ওপর আস্থা রয়েছে। তাঁদের কর্মরত বিচারপতিরা মিলে তদন্ত করুন, সত্যিটা সামনে আসুক। আমরা সংসদে বিষয়টি তুলছি, কিন্তু সরকার তাতে কর্ণপাতও করছে না!'

জানা গিয়েছে, যে ১০ সাংসদকে পেগাসাস নিয়ে প্রতিবাদের জেরে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন- গুরজিৎ সিংহ অজলা, টি এন প্রতাপন, মনিকাম ঠাকুর, রবনীত সিংহ বিট্টু, হিবি ইডেন, জোথিমানি প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.