Odd বাংলা ডেস্ক: করোনার জেরে দেশের আর্থিক বৃদ্ধি আরও কমবে পুর্বাভাস দিল IMF। তারা জানিয়েছে ৪ মাস আগে ২০২১-২২ অর্থবর্ষে ১২.৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও সংস্থার আর্থিক নীতি সংক্রান্ত কমিটির জুনের বৈঠকের তা কমিয়ে ৯.৫ শতাংশ হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। ভারতে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ের তীব্রতার কারণে ভারতের আর্থিক বৃদ্ধি আশানুরূপ হবে না বলেও জানিয়েছে আইএমএফ-এর ওই কমিটি। এদিকে এর জেরে চিন্তায় পড়েছেন দেশের অর্থনীতিবীদরা।
যদি আশানুরুপ বৃদ্ধি না হয় তাহলে দেশের GDP ঋণাত্মক হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। অতিমারির অভিঘাত কাটিয়ে চলতি বছরে ভারতের অর্থনীতি ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধির মুখ দেখবে বলে রিজার্ভ ব্যাঙ্ক, বিশ্ব ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন রেটিং সংস্থা এবং আর্থিক উপদেষ্টা সংস্থার মত। কিন্তু এখন সেই আশাতেই জাল ঢাললো IMF । তারা বলছে আশানুরূপ বৃদ্ধি নাও হতে পারে।
Post a Comment