Odd বাংলা ডেস্ক: রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে অবশেষে রিপোর্ট জমা দিল জাতীয় মানবাধিকার কমিশন। রিপোর্ট জমা দেওয়া হল কলকাতা হাইকোর্টে। সেই রিপোর্টে রাজ্যের হিংসার পরিস্থিতির প্রকৃত অবস্থা তুলে ধরা হয়েছে।
এদিকে মঙ্গলবার হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ নির্দেশ দিয়েছে, নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ডিএনএ পরীক্ষা করাতে হবে। কলকাতার কম্যান্ড হাসপাতাল নমুনা সংগ্রহ করবে। সেই নমুনা পাঠানো হবে সিএফএসএল (CFSL)-য়ে। সেখানেই নমুনা পরীক্ষা হবে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
প্রসঙ্গত, গত ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎ সরকারের দেহ উদ্ধার হয়। মৃতের পরিবার অভিযোগ করেছিল, এ সাধারণ খুন নয়, রাজনৈতিক হিংসার জের। বিজেপির তরফে অভিযোগ করা হয়, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিজিৎকে মারধর করে। অভিজিৎ সরকারের দাদা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। সেই মামলারই শুনানি ছিল এদিন। ভোট পরবর্তী হিংসা মামলায় কিছুদিন আগেই অভিজিৎ সরকারের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। মঙ্গলবার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হল। ভোট পরবর্তী হিংসা মামলার (Post Poll Violence) পরবর্তী শুনানি ২২ জুলাই।
Post a Comment