Odd বাংলা ডেস্ক: প্রায়ই পৃথিবীর বিভিন্ন জায়গায় আগ্নেয়গিরি দেখা যায়। পৃথিবীর পেট থেকে গরম লাভা বেরিয়ে আসে। গনগনে লাভা নয়। অতলান্ত জল ফুঁড়ে বেরিয়ে এল কাদার পাহাড়প্রমাণ তাল। তাল তাল কাদা। কয়েকশো ফুট উঁচু সেই পাহাড়প্রমাণ কাদার তাল। সঙ্গে উঠে এল অত্যন্ত উষ্ণ জলের ধারা। ফোয়ারার মতো। যেন টাওয়ারিং ইনফার্নো!
এমন ঘটনাই ঘটেছে কাস্পিয়ান সাগরে। হ্রদের গভীর জল ফুঁড়ে বেরিয়ে এল কাদার সঙ্গে ফোয়ারার মতো করে উঠে এল তীব্র গরম জল। বিজ্ঞানীরা অবশ্য বিস্মিত নন। তারা বলছেন, একেই বলে 'মাড ভলক্যানো' বা কাদার আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতে পৃথিবীর অন্দর থেকে লাভার স্রোত বেরিয়ে আসার ঘটনা যতটা স্বাভাবিক, পাহাড়প্রমাণ কাদার তাল বেরিয়ে আসার ঘটনা ততটাই বিরল।
বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, বিশ্বে এরকম কাদার আগ্নেয়গিরি রয়েছে এক হাজারের মতো। আজারবাইজানেই এরকম প্রায় ৪০০টি আগ্নেয়গিরি রয়েছে। দেশটি এজন্য আগুনের দেশ নামেও পরিচিত। আজারবাইজান লাগোয়া কাস্পিয়ান সাগরে ঘটনার সূত্রপাত গত ৪ জুলাই।
ওই অগ্ন্যূৎপাত শুরু হওয়ার আগে বা পরে আজারবাইজানের উমিডে তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রগুলো থরথর করে কেঁপে ওঠে এক ভয়ঙ্কর বিস্ফোরণে। সেই বিস্ফোরণে লাগোয়া ৬ মাইল এলাকায় অনুভূত হয় সেই কম্পন। আজারবাইজানের সমুদ্রোপকূলবর্তী রাজধানী শহর বাকুর থেকে ৪৫ মাইল দূরত্বে রয়েছে উমিডে তেল ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রগুলো। কাস্পিয়ান সাগরে এই জল ও তাল-তাল কাদার এই অগ্ন্যুৎপাত বিস্ফোরণের জেরেই নাকি অন্যকিছু। এর কারণ খুঁজে বেড়াচ্ছে আজারবাইজান সরকার।
Post a Comment