Odd বাংলা ডেস্ক: দেশে শুরু হচ্ছে সবচেয়ে সস্তার এয়ারলাইন্স।কোটিপতি লগ্নিকারী রাকেশ ঝুনঝুনওয়ালার হাত ধরে শুরু হচ্ছে এই নয়া বিমান সংস্থা। আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ছাড়পত্র পেয়ে যাবে ‘আকাসা এয়ার’।
চার বছরের মধ্যে উড়ান সংস্থার হাতে ৭০ টি বিমান রাখার পরিকল্পনা করছেন ঝুনঝুনওয়ালা। উড়ানগুলি অবশ্য নেহাত ছোটো-মাঝারি দৈর্ঘ্যের হবে না। কারণ ঝুনঝুনওয়ালার পরিকল্পনা অনুযায়ী, ১৮০ যাত্রী-বিশিষ্ট উড়ানের উপর জোর দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, ‘আকাসা এয়ার’-এ ৪০ শতাংশ মালিকানা নিজের হাতে রাখতে চলেছেন ধনকুব। সবমিলিয়ে ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা আছে। যে সংস্থা একেবারে সস্তায় আরও বেশি সংখ্যক আকাশপথে ভ্রমণের সুযোগ করে দেবে বলে দাবি করেছেন রাকেশ। মানে দেশে যতগুলি বিমানসংস্থা এখন চালু আছে তাদের মধ্যেই সবচেয়ে সস্তায় দেবে এরা যাত্রার সুযোগ।
Post a Comment