আপনার জন্ম কি এই সময়ের মধ্যে? তাহলে জেনে নিন কেমন কাটবে আপনার জীবন
Odd বাংলা ডেস্ক: জন্ম সময়ের উপর মানুষের জীবনযাত্রা অনেকটাই নির্ভর করে। আপনি কোন সময়ে জন্মেছেন সেই সময় বিচার করে বলে দেওয়া সম্ভব ভবিষ্যৎ কেমন হতে চলেছে। এবার দেখে নেওয়া যাক জন্ম সময় অনুযায়ী জীবন যাপন কেমন হবে:-
১) কারোর জন্ম যদি ভোর ৪টা থাকে ৬টার মধ্যে হয়, তাহলে সেই জাতকের প্রাথমিক জীবনটা মোটামুটিভাবে কাটলেও পরবর্তী জীবনে উন্নতি হঠাৎ করে আসে।
২) সকাল ৬টা থেকে ৮টার মধ্যে জন্ম হওয়া জাতকরা প্রবল জেদী প্রকৃতির হন। এছাড়া তারা শিল্পগুণসম্পন্ন ও ভাবুক হয়ে থাকেন।
৩) কোন নবজাতকের জন্ম যদি সকাল ৮টা থেকে ১০টার মধ্যে হলে তারা সরল, সাদাসিদে ও চিন্তাশীল প্রকৃতির হয়ে থাকেন।
৪) সকাল ১০টা থেকে ১২টার মধ্যে কারোর জন্ম হলে সেই জাতকের মনের ইচ্ছা পূরণ হয়ে থাকে।
৫) কোন জাতকের জন্ম দুপুর ১২টা থেকে ২টার মধ্যে হলে তারা অতি সরল প্রকৃতির হয়ে থাকেন।
৬) দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে জন্ম হওয়া জাতকদের জীবন খুব একটা সুখের হয় না। সারা জীবনই তাদের রোগ ও দুর্ঘটনায় ভোগার আশঙ্কা থাকে।
৭) কোন জাতকের জন্ম বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে হলে তাদের জীবনে কোন কাজই নির্বিঘ্নে সম্পন্ন হয় না।
৮) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে জন্মানো জাতকের জীবন অতি সহজ ও সরল হয়ে থাকে। তবে কোনও কাজই তাদের কাছে কঠিন মনে হয়না।
৯) রাত্রি ৮টা থেকে ১০টার মধ্যে জন্ম নিলে সেই জাতকরা জীবনে শিল্পকলায় অনুরাগী ও পারদর্শী হয়ে ওঠেন।
১০) কারোর জন্ম যদি রাত ১০টা থেকে ১২টার মধ্যে হয় তাহলে তারা অত্যন্ত পরিশ্রমী এবং সৌভাগ্যশালী হয়ে থাকেন।
১১) কোন নবজাতকের জন্ম যদি রাত ১২টা থেকে ২টোর মধ্যে হয় তাহলে তারা সৎভাবে জীবন-যাপন করতেই পছন্দ করেন। প্রথম জীবনটা এদের মোটামুটি কাটলেও পরবর্তী জীবনটা সুখের হয়। সাধারণত এই ধরনের মানুষেরা বেশিরভাগ লেখক, সাংবাদিক, ভাষ্যকার ইত্যাদিভাবে নিজেকে প্রতিষ্ঠা করেন।
১২) রাত ২টো থেকে ভোর ৪টের মধ্যে জন্ম নেওয়া জাতকেরা অত্যন্ত সৌভাগ্যবান ও বিত্তশালী হয়ে থাকেন।
Post a Comment