তবে কি বলিউড ছাড়ছেন আলিয়া?
Odd বাংলা ডেস্ক: আলিয়ার সঙ্গে হলিউডের উইলিয়াম মরিস এনডেভর , সংক্ষেপে WME হাউজের একটি চুক্তি হয়েছে। এই উইলিয়াম মরিস এনডেভর হলিউডের অন্যতম ডাকসাইটে ট্যালেন্ট এজেন্সি এবং মিডিয়া হাউজ। সোজা কথায় বললে, এই হাউজ প্রতিভাবান অভিনেতাদের খুঁজে বের করে এবং তাঁদের শো-কেস করে হলিউডের কাছে, যে সূত্রে তাঁরা হলিউডের ছবিতে কাজ পান। এই হাউজের সুবাদেই হলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন বেন অ্যাফ্লেক , জেসিকা অ্যালবা, ক্রিশ্চিয়ান বেল, ম্যাট ডেমন, জেনিফার গার্নার, জেক জিলেনহালের মতো বিশ্বখ্যাত অভিনেতারা।
তবে আলিয়া একা নন, জানা গিয়েছে যে উইলিয়াম মরিস এনডেভর কিছু দিন আগে স্লামডগ মিলিওনেয়ার ছবির নায়িকা ফ্রিডা পিন্টোর সঙ্গেও একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। ফ্রিডা হলিউডে টুকটাক কাজ করেন, আশা করা যায় এবার তাঁর হাতে অনেক বেশি কাজ আসবে। যা আলিয়ার ক্ষেত্রেও হবে বলে মনে করছে বলিউড, কেন না ভারতীয় সুন্দরীরা, বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস সেখানে জনপ্রিয়তার নজির গড়েছেন।
Post a Comment