গাছ দিয়ে ঢাকা স্তন! ঝড় তুললেন মার্কিন সুপার মডেল

Odd বাংলা ডেস্ক: করোনার মাঝেই জমজমাট পরিবেশ। প্রতি বছরের মতো এবারও ফ্রেঞ্চ রিভিয়েরা সংলগ্ন সৈকত শহরে ঘটা করে আয়োজিত হয়েছে কান চলচ্চিত্র উৎসব। ৭৪ তম কান চলচ্চিত্র উৎসব। যেখানে নজর কাড়লেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। 

প্রত্যেক বছরই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটতে দেখা যায় মার্কিন সুপার মডেল বেলা হাদিদ-কে। তবে এবার তাঁর লুক যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। ডিজাইনায় এলসা শিয়াপ্যারেলির ডিজাইন করা পোশাকে দেখা গেল হাদিদকে। পরনে ছিল কালো বডি হাগিং নেকলাইন গাউন। তার উপর ফুসফুস কিম্বা গাছের আকৃতির সোনার নেকলেস। যে নেকলেস ঢেকেছিল বেলার স্তন। আর এই লুকের জন্যই আলোচনায় উঠে এসেছেন মার্কিন সুপার মডেল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.