মোটা হওয়া নিয়ে চিন্তায় আছেন! তাহলে আঙুর খান

Odd বাংলা ডেস্ক: আঙ্গুর ফল টক। গল্প কথায় আঙ্গুরের এমন বদনাম শোনা গেলেও, আসলে আঙ্গুর ফল টক নয়, বরং তাঁর গুণ কিছু বেশি মিষ্টি। ছোট্ট এই ফলটিকে রোজকার মেনুতে রাখলে পাওয়া যাবে একটি বড় উপকার। আঙ্গুর খেলে থাকবে না আর অন্ধ হওয়ার ভয়।

নতুন একটি সমীক্ষায় দেখা দেখা গেছে যে, আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আর এই অ্যান্টি অক্সিডেন্ট হেলদি সেলগুলোর ডিএনএর নষ্ট হয়ে যাওয়া প্রতিরোধ করে। চোখের রেটিনা এমন একটি অংশ যার পুরোটাই কোষ দিয়ে তৈরি। এই অংশের কোষগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলেই অন্ধত্ব সৃষ্টি হয়। আঙুর যখন এই কোষগুলোকে রক্ষা করে তখন অনেকটাই কমে যায় অন্ধত্বের প্রবণতা। শুধু এখানেই শেষ নয় আঙ্গুরের গুণ। যত বেশি আঙ্গুর খাবেন তত কমবে মোটা হওয়ার চিন্তা। আঙ্গুর শরীরে মেদ জমতে দেয় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.