শীঘ্রই বিয়ে করতে চান মা ধারাবাহিকের সেই ছোট্ট 'ঝিলিক', চিনে নিন তাঁর বয়ফ্রেন্ডকে
Odd বাংলা ডেস্ক: তোমায় ছাড়া ঘুম আসে না মা.... স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মা-র এই টাইটেল ট্র্যাক চালু হলেই মা-কাকিমারা বসে যেতেন টিভির সামনে। আর মা ধারাবাহিকের ছোট্ট ঝিলিকের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল মা। এই ধারাবাহিকে কাজ করেই জনপ্রিয় হয়ে ওঠেন তিথি বসু। ঘরে ঘরে চেনা মুখ হয়ে ওঠেন তিনি। কিন্তু, আর সেই ছোট্ট মেয়েটি নেই, এখন তিনি যুবতী। দীর্ঘদিন ধরেই ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিথি। এবার প্রেমিকের জন্মদিনে বিয়ে করবেন বলে জানালেন তিথি।
পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ভীষণ আ্যক্টিভ তিথি। তাঁর ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও দিনই রাখ ঢাক করেননি তিথি। এবার প্রেমিকের জন্মদিনে ভালোবাসায় ভরা পোস্ট প্রেয়সীর।
তিথি লেখেন, দেবায়ুধকে ছাড়া আর কাউকেই চান না। দেবায়ুধ যদি তাঁর প্রথম চাওয়া হয়, তবে তাঁকে বিয়ে করা তাঁর দ্বিতীয় ইচ্ছে। বহুদিন ধরেই ক্রিকেট খেলছেন দেবায়ুধ। জাতীয় দলে ডাক পাওয়া তাঁর কাছে স্বপ্ন। বয়ফ্রেন্ডের এই স্বপ্নে সামিল হতে চান তিথি। এই পোস্টে ভালোবাসা পাঠিয়েছেন নেটিজেনরা।
Post a Comment