ভারতে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ? বিশেষজ্ঞের দাবি ঘিরে চাঞ্চল্য!


Odd বাংলা ডেস্ক:
শিয়রে করোনার তৃতীয় ঢেউ, সম্প্রতি এমনই বার্তা দিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। কিন্তু ভারতে ইতিমধ্যেই হয়তো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, এবার এমনই চাঞ্চল্যকর দাবি জানালেন এক বর্ষীয়ান পদার্থবিদ।হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য ড. বিপিন শ্রীবাস্তব জানিয়েছেন, ভারতে ৪ জুলাই থেকেই হয়তো শুরু হয়ে গিয়েছে করোনার 'থার্ড ওয়েভ'।

বিগত ৪৬৩ দিনে ভারতে কোভিড সংক্রমণের একটি গ্রাফ তৈরি করেছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, 'ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দেশে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান নেমেছিল ১০০ বা তারও নীচে। এরপরেই অনেকে মনে করেছিলেন করোনার প্রকোপ শেষ। কিন্তু তারপরেই আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ। একইরকম বিষয় দেখা গিয়েছে ৪ জুলাই থেকেও।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.