করোনার সঙ্গে লড়াই জারি, ফের দৈনিক আক্রান্ত ৪০ হাজারের নীচে
Odd বাংলা ডেস্ক: করোনার চোখরাঙানির সঙ্গে পাল্লা দিয়েই চলছে ভাইরাসের সঙ্গে লড়াই। আর সেই লড়াইয়ে কিছুটা হলেও স্বস্তিতে দেশবাসী। কারণ দেশে ফের কিছুটা কমল করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। সংক্রমণের জেরে একদিনে মৃত্যু হয়েছে ৭২৪ জনের।
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবিষয়ে তথ্য পেশ করেন। সেই তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে ৭২৪ জনের, অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৬৪৯ জন। এই পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৮ লক্ষ ৭৪ হাজৈর ৩৭৬-এ। এরমধ্যে করোনা সংক্রমণকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯।
Post a Comment