Odd বাংলা ডেস্ক: সংক্রমণ ৫০ হাজারের নীচে নামলেও দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে ৪০ হাজারের কোঠায়। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যা অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের। গতকাল যা ছিল ১ হাজার ২০৬ জন।
India reports 41,506 new cases in the last 24 hours. Active caseload currently at 4,54,118. Total Recoveries across the country so far are 2,99,75,064. pic.twitter.com/qxnYi7T7UG
— ANI (@ANI) July 11, 2021
দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫৪ হাজার ১১৮ জন। কয়েকদিন যাবৎ সংক্রমণ কিছুটা কম হলেও মৃত্যু হার কিন্তু হাজারের ধারে কাছেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৫০৬ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩ কোটি ৮ লক্ষের বেশি।
গোটা দেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৭,৬০,৩২,৫৮৬ জনকে শনিবার পর্যন্ত। শেষ ২৪ ঘন্টায় মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৭,২৩,৩৬৭ টি। যা অবশ্যই ইতিবাচক।
Post a Comment