Odd বাংলা ডেস্ক: আরও নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। ক্রমশ সুস্থ হয়ে উঠছে দেশ। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ। যা গত ১৩২ দিনের মধ্যে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছেন, একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন। ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়েছেন ৪২ হাজার ৩৬৩ জন। একদিনে মৃত্যু হয়েছেব ৪১৫ জনের।
এই মুহূর্তে দেশে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। কমছে আর ফ্যাক্টর অর্থাৎ একজন মানুষ থেকে কতজনকে সংক্রমিত করতে পারেন, সেই সংখ্যাও। যদিও সেই আর ফ্যাক্টর সামান্য হলেও বেশি মিলেছে কেরালায়। এই মুহূর্তে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ১০০ জন। এখনও পর্যন্ত দেশে মোট টিকা দেওয়া হয়েছে ৪৪ কোটি ১৯ লাখ ১২ হাজার ৩৯৫ জনকে।
Post a Comment