করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কাছে হার মানছে টিকার দুটি ডোজ এবং অ্যান্টিবডি

Odd বাংলা ডেস্ক: একটি সমীক্ষায় দেয়া গিয়েছে, সুইডেনে যারা ইতিমধ্যে ভ্যাকসিনের দু’টি ডোজই পেয়েছেন তাঁদের মধ্যে প্রায় ৩৫০০জন পুনরায় করোনায় আক্রান্ত হয়েছেন যা সুইডেনে টিকার সম্পূর্ণডোজ গ্রহণকারীদের ০.১৫ শতাংশ। ইউরোপের প্রায় ২০টি দেশসহ সুইডেনের বড় ছয়টি জেলায় কভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, যা ইতিমধ্যে করোনার চতুর্থ তরঙ্গ হিসেবে ব্যাখ্যা করেছে সুইডেনের স্বাস্থ্য সংস্থা।

ভ্যাকসিনের পূর্ণডোজ নিয়েছেন এমন লোকদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি সুইডেনসহ ইউরোপের অন্যান্য দেশের স্বাস্থ্য সংস্থাগুলোকে বিশেষভাবে ভাবাচ্ছে।সম্প্রতি ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, তিনি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দুটি ডোজ পাওয়ার পরেও কোভিডে আক্রান্ত হয়েছেন। যদিও তার লক্ষণগুলি হালকা ছিল। সুইডেনে সংক্রমণের হার কয়েক সপ্তাহ ধরে ফিনল্যান্ডের চেয়ে কম হলেও তা এখন ক্রমেই বাড়ছে।

এদিকে ব্রিটেনে দেখা গিয়েছে ডেল্টায় আক্রান্ত হয়ে ৩,৬৯২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মধ্যে ৫৮.৩ শতাংশের টিকাকরণ হয়নি ও ২২.৮ শতাংশের টিকাকরণ হয়ে গিয়েছে। সিঙ্গাপুর, যে দেশে ডেল্টার সংক্রমণের হার সবথেকে বেশি, সেখানে ডেল্টায় আক্রান্তদের এক চতুর্থাংশেরই টিকাকরণ হয়ে গিয়েছে। যদিও প্রশাসনের দাবি এদের মধ্যে কেউই খুব বেশি অসুস্থ হননি। ইজরায়েলের রিপোর্ট বলছে যারা হাসপাতালে রয়েছে, তাদের ৬০ শতাংশই ভ্যাকসিন নিয়েছেন, এদের বেশিরভাগেরই বয়স ৬০-এর ওপরে। আমেরিকাতেও রয়েছে এমন উদাহরণ। নতুন করে যারা সে দেশে করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৮৩ শতাংশের শরীরেই মিলেছে ডেল্টা। শুধু তাই নয়, যারা বেশি অসুস্থ হয়েছে, তাদের ৯৭ শতাংশেরই ভ্যাকসিন সম্পূর্ণ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.