বিপত্তাড়িনির ব্রত করার আগে অবশ্যই জানুন এই নিয়মগুলি
Odd বাংলা ডেস্ক:বিপত্তারিণীর ব্রত অন্যান্য ব্রতের থেকে একটু আলাদা। এই ব্রতের বিশেষ কিছু নিয়ম থাকে যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। এই পুজো সাধারণত জগন্নাথদেবের রথযাত্রা এবং উল্টোরথের মাঝে যে মঙ্গলবার এবং শনিবার থাকে সেই দিন পালন করা হয়। এই ব্রত থেকে কোনও মহিলাই যাতে বঞ্চিত না হন সেই কারণে এই ব্রত দু’দিন পালন করা হয়। এই ব্রতের বিশেষ কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে সংসারের মঙ্গল হয়।
দেখে নিন নিয়মগুলো কী কী-
• বিপত্তারিণী ব্রত পালন করতে ১৩টি ফল, ১৩টি ফুল, ১৩টি সুপারি এবং ১৩ রকম নৈবেদ্য প্রয়োজন হয়।
• এই ব্রত পালন করার দিন চালের কোনও খাবার খাওয়া যাবে না। যেমন ভাত, চিড়ে, মুড়ি প্রভৃতি।
• এই দিন মহিলাদের অবশ্যই আলতা, সিঁদুর পরতে হবে।
• এই ব্রতে লাল সুতোয় ১৩টি গিট বাঁধতে হয় এবং সেই সুতোয় ১৩টি দুর্বা বেঁধে দিতে হয়।
• এই দিন বাড়ির অন্য সদস্যরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন।
• ব্রত শেষ হওয়ার পর খাদ্য গ্রহণ করার যে নিয়ম সেটাও ১৩টা খেতে হবে।
এই ব্রতের উপকারিতা
এই ব্রত পালন করলে সংসার বিপদমুক্ত থাকে। মা বিপত্তারিণী আমাদের সকল বিপদ থেকে দূরে রাখেন।
Post a Comment