Odd বাংলা ডেস্ক: যাকে বলে, কেরিয়ার এখন গগণচুম্বি। সদ্য ফেলুদা করেছেন। দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন। আজ সেই টোটার জন্মদিন। টোটা রায় চৌধুরী বলতেই যেটা প্রথমেই মনে হয় সেটা হল টলিউডে সিক্স প্যাক প্রবর্তক। বাঙালি নায়কদের তার আগে আমরা রোম্যান্টিক দেখেছি, খাদ্যরসিক দেখেছি, একটু আকটু ফাইটার হিসেবেও দেখেছি। কিন্তু ফিটনেস প্রিয় নায়ক বাংলায় আজও হাতেগোনা । টোটা হলেন তাদের মধ্যে অগ্রজ।
তবে চরিত্রের প্রয়োজনে নিজেকে কতটা ভেঙে-গড়ে নিতে পারেন টোটা সেটাও কিন্তু তিনি প্রমাণ করেছেন। এই তো ফেলুদার আগে একটা টিভি চ্যানেলের জন্য তারানাথ করেছিলেন। সেটাকে নিজের চিরাচরিত লুক থেকে একেবারে বেরিয়ে এসেছিলেন।
আজ তার জন্মদিন। ক্যারিয়ারে দেখেছেন অনেক উত্থান-পতন। তবে আক্ষেপ বাংলা ইন্ডাস্ট্রি তাঁকে আরও একটু বেশি ব্যবহার করতে পারতো। এখনও সময় আছে অবশ্য। এখন তো তিনি টেলিভিশনও করছেন। দর্শক টোটার মতো অভিনেতাদের আরও দেখতে চায়। কোথাও গিয়ে টোটাকে OTT প্ল্যাটফর্মে ভালবেসে ফেলেছে দর্শকরা। এটা প্রযোজকদেরও বুঝতে হবে।
Post a Comment