চোরাই ইলিশের বাজার বাংলায়

 

Odd বাংলা ডেস্ক: নামখানাতে মৎসজীবীদের মাথায় হাত। খালি হাতে ফিরে আসতে হচ্ছে ঘাটে। অথচ এই সময়েই সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায়। কিন্তু এখন মৎসজীবীদের মাথায় হাত। আর তাই বাজারে ছেয়ে যাচ্ছে চোরাপথের ইলিশ। বাংলার বাজারে এই ইলিশের আকালের জেরে পাচারকারীদের কাছে পাচারের অন্য়তম উপাদান হয়ে উঠেছে পদ্মার ইলিশ। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে পদ্মার ইলিশ ঢুকছে দক্ষিণ দিনাজপুরে। 

হাত বদলে সেই ইলিশের দাম দাঁড়াচ্ছে ১৮০০-২০০০ টাকা। চোরাপথে আসা ইলিশ খোলাবাজারে সাধারণত বিক্রি করার ঝুঁকি নিতে চান না ব্যবসায়ীরা। মূলত পাচারকারীদের সঙ্গে বিশেষভাবে যোগাযোগের মাধ্যমে এই বাংলাদেশের ইলিশ মেলে। এমনটাই দাবি বাসিন্দাদের একাংশের। বাংলাদেশ থেকে চোরাপথে আসা ইলিশ গোপনে মজুত করে দালালরা। এরপর মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হলে সেই ইলিশ হাতবদল হয়। এমনকী বেশি টাকার বিনিময়ে এই ইলিশের হোম ডেলিভারিও হয়ে থাকে। তবে সবটাই হয় গোপন পথে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.