ফের কোভিডের কবলে ভারতের প্রথম করোনা আক্রান্ত তরুণী!
Odd বাংলা ডেস্ক: তিনিই ছিলেন দেশের প্রথম করোনা (Coronavirus) আক্রান্ত, আর এবার কেরলের (Kerala) ত্রিশুরের সেই তরুণীর শরীরে ফের ধরা পড়ল কোভিড সংক্রমণ। তবে তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই বলে খবর। আপাতত নিজের বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছেন তিনি। জানা গিয়েছে, অ্যান্টিজেন পরীক্ষার ফল নেগেটিভ এলেও পরে আরটি-পিসিআর পরীক্ষায় ধরা পড়ে সংক্রমণ।
সম্প্রতি পড়াশোনার জন্যই দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তরুণীর। সেজন্যই করোনা পরীক্ষা করাতে হয়। আর তখনই ধরা পড়ে তিনি কোভিড পজিটিভ। যদিও তাঁর পরিবারের আর কোনও সদস্যের শরীরে সংক্রমণ ধরা পড়েনি। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, কিছুদিন আগে করোনা টিকার প্রথম ডোজও নিয়েছিলেন ওই তরুণী। তবুও রোখা গেল না সংক্রমণকে।
চিনের মেডিক্যাল কলেজের ছাত্রী ওই তরুণী ২০২০ সালের জানুয়ারি মাসে যখন চিনে (China) অতিমারীর সূচনা হয়,সেই সময় দেশে ফিরে আসেন এদেশে। এরপরই তাঁর শরীরে ধরা পড়েছিল করোনা সংক্রমণ। দেশের মধ্যে সেই প্রথম দেখা মিলেছিল মারণ ভাইরাসের প্রকোপ। তাঁকে হাসপাতালে থাকতে হয়েছিল ২৪ দিন। এই দীর্ঘ সময় পিপিই কিট পরেই থাকতে হয়েছিল তাঁকে। পরে তিনি জানিয়েছিলেন, যেহেতু তিনি মেডিক্যাল পড়ুয়া তাই তাঁর পক্ষে পরিস্থিতির মোকাবিলা করা সহজ হয়েছিল। পরে তাঁর দুই সহপাঠীও কোভিড আক্রান্ত হন!
Post a Comment