ইতালির ইউরো জয়

Odd বাংলা ডেস্ক: লন্ডনের ওয়েম্বলিতে রবিবার টাইব্রেকারে ২-৩ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জয় করল রবার্তো মানচিনির ইতালি।  

নির্ধারিত সময় ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। ২ মিনিটে ইংল্যান্ডের লুক শ' এবং ৬৭ মিনিটে ইতালির লিওনার্দো বোনুচ্চি গোল করেন। টাইব্রেকারে ইতালি দ্বিতীয় ও পঞ্চম শট মিস করে এবং স্বাগতিক ইংল্যান্ড মিস করে শেষ তিনটি শট। এ নিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল ইতালি।    

ইউরো চ্যাম্পিয়নশিপ জ্বরে গত এক মাস ভুগেছে ইউরোপ। ফাইনাল নিয়ে ফুটবল উন্মাদনায় মেতেছিল লন্ডন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড কখনই ইউরো সেরা হতে পারেনি।

এবার ঘরের মাঠে সেই সুযোগের সৃষ্টি হয়েছিল। গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডের শিরোপা উৎসবে শামিল হতে রবিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়াম পূর্ণ ছিল দর্শকে। কিন্তু ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে ইংলিশরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.