বাড়ছে যাত্রীর চাপ, সোমবার থেকে বাড়ানো হবে মেট্রোর সংখ্যা
Odd বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতিতে এখনও রাজ্যে লোকাল এবং মেট্রো চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। তবে বিশেষ কিছু পরিষেবা চালানোর জন্য চালানো হচ্ছে ট্রেন। সেখানে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ওঠার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু প্রতিদিন কার্যত ভিড় বাড়ছে। ইতিমধ্যে লোকাল ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। এই অবস্থায় আরও বেশ কয়েকটি মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।
সামাজিক দূরত্ববিধি বজায় রাখতেই এই সিদ্ধান্ত। আপ এবং ডাউনে চলবে ৫২ জোড়া মেট্রো আসতে আসতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। একই সঙ্গে নিষেধাজ্ঞা মেনেও চলা হচ্ছে। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে আপ এবং ডাউন লাইনে আরও ৫২ জোড়া মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে।
সোমবার থেকে সবমিলিয়ে মোট ১০৪টি মেট্রো চলবে। নতুন করে মেট্রো বাড়ানোর ঘোষণার পর সময়সীমাও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। মেট্রোর তরফে এই বিষয়ে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে এই মেট্রো পরিষেবা। সকাল ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। চলবে বেলা ১১ টা পর্যন্ত। এই সময়ে প্রত্যেক আট মিনিট অন্তর চলবে মেট্রো। মাঝে কিছুক্ষণ বন্ধ থাকবে। এরপর আবার তিনটে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। শেষ মেট্রো ৭টা পর্যন্ত। দ্বিতীয় ভাগে মেট্রো চালানো হবে ১৫ মিনিট অন্তর।
Post a Comment