যেকোনও মুহূর্তে ঝাঁপিয়ে নামতে পারে বৃষ্টি, জানাল হাওয়া অফিস
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত হতে পারে। প্রথম ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে'। তিস্তা ভ্যালির অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি।জানা গিয়েছে, এই সপ্তাহজুড়েই বৃষ্টি হতে পারে কলকাতায়। জারি রয়েছে বজ্রপাতের সতর্কতাও।
Post a Comment