Odd বাংলা ডেস্ক: ভোটের আগে বারাণসী যেতে আগ্রহী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার পেঁড়া তাঁর খুবই পছন্দের! দিল্লিতে অকপটে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরপ্রদেশের নির্বাচন আসন্ন। তার আগে মমতার এই বক্তব্য কার্যত বিজেপিকে চিন্তায় ফেলে দিতে পারে। ২০২৪-এর ভোটের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গে বিজেপি-কে ধাক্কা দেওয়ার পর তিনি কি যাবেন সেই রাজ্যে? সাংবাদিকের প্রশ্নের জবাবে কিছুটা রহস্য করেই পেঁড়া-উত্তরটি আজ দিয়েছেন মমতা। শুধু বারাণসী নয়, মথুরা, বৃন্দাবনেও যেতে চান তিনি। তাঁর কথায়, ‘‘ সাংবাদিক বিনীত নারায়ণ আমার জন্য বারাণসীর প্রসাদ নিয়ে এসেছিলেন। বারাণসীও তো আমার দেশ। কেন যাব না সেখানে?’’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
Post a Comment