ছোটকাল থেকেই বার বার গ্রেফতার, জীবনের অ‌র্ধেক কেটে‌ছে জেল থে‌কে পা‌লি‌য়ে

Odd বাংলা ডেস্ক: শিশু বয়স থেকেই গ্রেফতার হওয়া, আর কারাগার থেকে পালানো যেন তার বা'হাতের খেলে পরিণত হয়েছিল। এক দুইবার নয়, মোট বারোবার পালিয়েছেন কারাগার থেকে। জেল পালা‌নো আসা‌মির নাম সেনেগালের বায়ে মদুউ। তবে যতবারই জেল থেকে পালিয়ে ছিলেন, ততবারই হয়েছিলেন গ্রেফতার। এখন স্বভাবতই সবার মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই ব্যক্তি এতোবার জেলে গিয়েছিলেন? আর কেনই বা তাকে বারবার গ্রেফতার হতে হয়েছিল? 

সেনেগালের এই বরেণ্য ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করলেও, একাধিকবার ডাকাতির অভিযোগে তাকে গ্রেফতার করে সেনেগালের পুলিশ। ছোট থেকেই এই চোর-পুলিশ খেলার দৌড়ে তার পড়াশোনাটা আর হয়ে ওঠেনি। তবে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকা সত্বেও কাজের সূত্রে কম্পিউটার পরিচালনা ছিল তার বিশেষ দক্ষতা। 

সেনেগালের রাজধানী 'ডাকার' থেকে ১৬০ কিলোমিটার পূর্বে ডিয়োরবেল শহরের বাসিন্দা মদুউ। স্কুলে যাওয়ার বয়সেই চুরির দায়ে প্রথম পুলিশের কাছে আটক হন তিনি। সেই ছোট বয়সেই জেল থেকে কৌশলে পালিয়ে আসেন তিনি। এরপর আবারো  আটক হন এবং আবারো পালিয়ে যান!  এভাবেই কেটে যায় প্রায় তিন দশক।  

কারাগার থেকে পালানো যেন তার কাছে একটি মামূলি ব্যাপার। ২০১৬ সালে একবার কারাগার থেকে পালিয়ে যান গাম্বিয়াতে! তবে সেখানে গিয়েও রক্ষা হয়নি তার, গ্রেফতার হতে হয় গাম্মবিয়ার পুলিশের হাতে। এর চার বছর পর ২০২০ সালের নভেম্বরে ডাকাতির একটি মামলায় সেনেগালের আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। 

তবে এখন অবধি তার সাজা ঘোষণা করেননি সেনেগালের আদালত। আর তার অতীত জেল পালানো দুর্দান্ত ইতিহাস বিবেচনা করে তাকে রাখা হয়েছিল সেনেগালের অত্যন্ত উঁচু নিরাপত্তা সম্পন্ন কারাগারে। তবে সেখান থেকেও গত মে মাসে পালিয়ে যান তিনি। তবে এতেও শেষ রক্ষা হয়নি তার। এইতো কিছুদিন আগে মালি সীমান্ত থেকে তাকে আবারও গ্রেফতার করে গাম্বিয়ান পুলিশ। 

সেনেগালের চ্যানেল আই টিভিতে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, কারাগারের ভেন্টিলেটার ভেঙ্গে, দড়ি বেয়ে দেয়াল টপকে পালান তিনি। বারবার জেল পালানোর পেছনে তিনি সেনেগালের কচ্ছপের গতিতে চলা বিচার ব্যবস্থাকে দায়ী করেন। মূলত দীর্ঘায়িত বিচারের কারণে তিনি জেলে অতিষ্ঠ হয়ে পড়তেন। সর্বশেষ একটি ডাকাতির অভিযোগে নয় বছর ধরে কারাগারে বন্দী জীবন যাপন করছেন বায়ে মদুউ।

ডাকাতির মামলায় তার যে সাজা হবে, এর চেয়েও অনেক বেশি সময় ধরে তিনি কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন। বারবার কারাগার থেকে পালাবার দায়ে  এখন তাকে সেনেগালের মোস্ট ওয়ান্টেড দাগী আসামীদের সঙ্গে হাই সিকিউরিটি জেলে রাখা হয়েছে। তিনি আরো বলেন, আমি জানি জেল থেকে পালানো অপরাধ, কিন্তু বিচারের ধীরগতির কারণে আমাকে নয়টি বছর জেলে বসে পচতে হচ্ছে, এটা তো আসলে মেনে নেয়া যায় না। এক্ষেত্রে পালিয়ে যাওয়াটাই আমার  জন্য মঙ্গলজনক। আর সেনেগালের এমন কোনো কারাগারে নেই যেখান থেকে আমি পালাতে পারবো না!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.