Odd বাংলা ডেস্ক: বিয়ের আসরে বর উর্দু উচ্চারণ করতে না পারায় ভেস্তে গেছে বিয়ে। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায়।
জানা যায়, ছেলেটি অন্য ধর্মের। আর মেয়েটি মুসলিম। ছেলেটি অন্য ধর্মের জেনেও মেয়েটি সম্পর্ক করেন। পরিবারের লোককে সব গোপন করে ছেলেটিকে মুসলিম রীতিনীতিতে বিয়ে করতে চেয়েছিলেন মেয়েটি।
এই খবর দিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ছেলেটির বাড়ি সিদ্ধার্থনগরে। মেয়ের সঙ্গে তার পরিচয় অনলাইনে। মেয়েটি জেনেশুনেই তাকে বিয়ে করতে চেয়েছিল। তবে বিয়ের আসরে ছেলেটি কিছু উর্দু শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে না পারায় স্থানীয়দের মনে সন্দেহ হয়।
এরপর ছেলেটির আইডিকার্ড দেখতে চায় সবাই। প্রথমে ছেলে আইডিকার্ড দেখাতে চাননি। পরে সবাই চাওয়াতে কার্ড দেখায়। কার্ড পরীক্ষা করে মেয়ের পরিবার জানতে পারে যে সে মুসলিম নয়। পরে গ্রামবাসী ও মেয়ের পরিবার মিলে ছেলেটিকে পুলিশের হাতে তুলে দেয়।
Post a Comment