মেডিকেলে OBC পড়ুয়াদের জন্য ২৭, EWS-দের ১০ শতাংশ সংরক্ষণ অনুমোদন কেন্দ্রের
Odd বাংলা ডেস্ক: মেডিক্যাল ও ডেন্টাল স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য বর্তমান শিক্ষাবর্ষে সর্বভারতীয় কোটার ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর (ওবিসি) –দের জন্য ২৭ শতাংশ ও আর্থিকভাবে দুর্বল অংশ (ইডব্লুএস)-এর জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা জানাল। এমবিবিএস, এমডি, ডিপ্লোমা, বিডিএস ও এমডিএসের মতো কোর্সগুলির ক্ষেত্রে এই সংরক্ষণের কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মনসুখ মান্ডবিয়া ট্যুইট করে জানিয়েছেন, এরফলে প্রায় ৫,৫৫০ জন পড়ুয়া উপকৃত হবেন। সরকার অনগ্রসর ও আর্থিকভাবে দুর্বল অংশের প্রাপ্য সংরক্ষণ দিতে সরকার দায়বদ্ধ।
এর আগে সোমবার একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রককে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স এক্সামিনেশন (নিট)- এ ওবিসি ও আর্থিক দি়ক থেকে দুর্বল অংশের জন্য সংরক্ষণের বিষয়টির কার্যকরী সমাধানের বিষয়ে নির্দেশ দিয়েছিলেন।এই সিদ্ধান্তের ফলে এমবিবিএসে ওবিসি ১৫০০ ছাত্রছাত্রী ও স্নাতকোত্তরে ২৫০০ ওবিসি ছাত্রছাত্রী এবং এমবিবিএসে ৫৫০ ইডব্লুএল ছাত্রছাত্রী ও স্নাতকোত্তরে ১০০০ ইডব্লুএস ছাত্রছাত্রী উপকৃত হবেন বলে মন্ত্রকের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, সর্বভারতীয় কোটা প্রকল্প ১৯৮৬-তে সুপ্রিম কোর্টের নির্দেশে চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল যাতে কোনও রাজ্যের পড়ুয়া অন্য রাজ্যের ভালো মেডিক্যাল কলেজে পড়াশোনার ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে সুযোগ পেতে পারে। সর্বভারতীয় কোটাতে মোট আন্ডার গ্র্যাজুয়েট আসনের ১৫ শতাংশ ও সরকারি মেডিক্যাল কলেজগুলিতে মোট আসনের ৫০ শতাংশ রয়েছে।
Post a Comment