বলিউডের এই চার অভিনেত্রী মারাত্মক অহংকারী !
Odd বাংলা ডেস্ক: Bollywood এর খবর তো সবসময় পাওয়া যায়। তারকা দের নিয়ে গসিপ তো লেগেই থাকে। নতুন ফিল্মের রিলিজ তার সাফল্য, অভিনয় পারদর্শিতা ইত্যাদি। আজ আমরা আপনাদের জানাবো অন্য ধরনের কথা। বলতে পারেন টপ সিকরেট। এমন কিছু অভিনেত্রী দের কথা যারা সুন্দরী আর সফল হাওয়ার সাথে সাথে ভীষণ অহংকারী। বড়ো বড়ো লোকেদের পাত্তা দেয়নি।
১. ক্যাটরিনা কাইফ: সব থেকে প্রথম আমরা আপনাদের জানাবো ক্যাটরিনা কাইফ এর কথা। আজ কাল খুব জনপ্রিয় অভিনেত্রী, খুব সফল ও বটে। তার সাথে সাথে ভীষণ অহংকারী। একটা ছোটো বাচ্চা ওনার সাথে ফটো তুলতে চাইছিল তখন উনি খুব রেগে যায় আর দুঃ ব্যবহার করেন।
২) শ্রদ্ধা কাপুর:Bollywood খল নায়ক শক্তি কাপুর এর মেয়ে শ্রদ্ধা খুব মিষ্টি অভিনেত্রী কিন্তু খুব অহংকারী আর রাগী স্বভাবের।
৩) অনুষ্কা শর্মা: আর্মী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। উনি বহুবার মিডিয়ার সাথে খারাপ ব্যবহার করেছেন।
৪) জয়া বচ্চন: বলিউপাড়ায় শাহেনশাহ অমিতাভ বচ্চনের পত্নী খুব ই রাগী। কারুর সাথে খুব একটা কথা বলে না। খুব রুক্ষ ব্যবহার। ভীষণ অহংকারী আর বদ মেজাজি।
৫) হেমা মালিনী: Bollywood dream girl আর ধর্মেন্দ্র র পত্নী খুব বদ মেজাজী। মিডিয়া র সাথে খুব খারাপ ব্যবহার করে। এনাদের ব্যবহার এর জন্য অনেকে খুব কষ্ট পেয়েছে। অনেকে ওনাদের সিনেমা দেখা ছেড়ে দিয়েছেন ।
অনেকেরই বক্তব্য একটা মানুষের ব্যবহার ই মানুষ কে শ্রেষ্ঠ বানায়। অভিনেতা অভিনেত্রী দের ক্ষেত্রেও প্রযোজ্য। আর তাছাড়া দর্শক না থাকলে বা মিডিয়া না থাকলে কিভাবে এক জন অভিনেত্রী তৈরী হবে। কিভাবে তার ফ্যান followers বাড়বে। তাই সব থেকে বেশী প্রয়োজন ভালো ব্যবহার আর কাজের প্রতি একাগ্রতা । এরকম অনেক Bollywood news নিয়ে, গসিপ নিয়ে আসবো আপনাদের সামনে।
Post a Comment