Odd বাংলা ডেস্ক: করোনা সংক্রমণ রোধে অন্যতম হাতিয়ার নিয়ম-বিধি মেনে চলা। শারীরিক দূরত্ব বিধি বজায় রাখা। মুখে মাস্ক পরা। কিন্তু, এইসব বিধি অগ্রাহ্য করে তারস্বরে সাউন্ড বক্স বাজিয়ে হোটেলে চলল উদ্দাম নাচ-গান। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। ঘটনায় পার্ক স্ট্রিটের অভিজাত হোটেল থেকে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, করোনা বিধির তোয়াক্কা না করে হোটেলের নাইট ক্লাবে গভীর রাত পর্যন্ত চলছিল পার্টি। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এরপরই বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মার্সিডিজ-সহ দুটি গাড়ি ও অন্যান্য সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
Post a Comment