গঙ্গার জলে কি সত্যি ভেসে বেরাচ্ছে করোনাভাইরাস? কী বলছে কেন্দ্র


Odd বাংলা ডেস্ক: 
সম্প্রতি গঙ্গায় একের পর এক রাজ্যে মৃতদেহ ভেসে আসার ঘটনায় চমকে উঠেছিল গোটা দেশ। তালিকায় প্রথমেই ছিল যোগীর রাজ্য উত্তরপ্রদেশ।স্থানীয় বাসিন্দাদের মতে, সেগুলি ছিল কোভিড রোগীর দেহ।তারপরই জলের নমুনা পরীক্ষা করে রিপোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মৃতদেহ ভেসে আসার ঘটনা প্রকাশ্যে আসতেই পরীক্ষা করা হয় গঙ্গার জল। তবে জলে করোনাভাইরাসের কোনও অস্বিত্ব মেলেনি। মূলত উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গার জল নিয়ে পরীক্ষা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

জানা গিয়েছে,জলশক্তি মন্ত্রকের ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (Clean Ganga Mission), লখনউয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজির (Indian Institute Of Toxicology) কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (Council For Scientific And Industrial Research) এবং কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলির দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (Pollution Control Board) যৌথ উদ্যোগে গঙ্গার জলের পরীক্ষা করা হয়। দুটো ভাগে এই পরীক্ষা চলে।

কান্নুই, উন্নাও, কানপুর, হামিরপুর, এলাহাবাদ, বারাণসী, বালিয়া, বক্সার, গাজিপুর, পাটনা, চাপড়া থেকে গঙ্গার জলের নমুনা সংগ্রহ করা হয়। এতগুলি শহর থেকে সংগ্রহ করা গঙ্গার জলের একটিতেও করোনাভাইরাসের কোনও অস্তিত্ব মেলেনি। জল থেকে ভাইরাসের RNA নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ভাইরোলজিস্টরা জানাচ্ছেন কোনও RNA-ই SARS-CoV-2 নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.