এবার আমানতকারীদের সুরক্ষায় বিল

Odd বাংলা ডেস্ক: কোনও কারণে ব্যাঙ্ক ডুবলেও যাতে সাধারণ মানুষ সেখানে তাঁদের গচ্ছিত অর্থের ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পান, তা নিশ্চিত করতে সংসদে বাদল অধিবেশনে বিল আনছে অর্থ মন্ত্রক। ইতিমধ্যেই ওই ৫ লক্ষ টাকা বিমাকৃত করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু কোথা থেকে এবং কীভাবে তা দেওয়া হবে, সেই রূপরেখাই স্পষ্ট হবে এই বিল পাশ হলে।

আগামী সপ্তাহ থেকে শুরু সংসদের অধিবেশনে কেন্দ্র ডিপোজ়িট ইনশিয়োরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি) সংশোধনী বিল পেশ করবে। লাটে ওঠা ব্যাঙ্ক টাকা ফেরত দিতে না-পারলে, রিজার্ভ ব্যাঙ্কের অধীন ওই কর্পোরেশনের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত মিলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.