Odd বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার গবেষকেরা আশা করছেন, শিগগিরই প্রচলিত সুই ভিত্তিক ডায়াবেটিস পরীক্ষার বদলে কম খরচে লাল পরীক্ষায় জানা যাবে রক্তের শর্করার পরিমাণ। খবর আল জাজিরার।
সাধারণত শর্করার পরিমাণ জানতে রোগীরা দিনের মাঝে কয়েকবার আঙুলে সুই ফুটিয়ে রক্ত নিয়ে টেস্টিং স্ট্রিপে ব্যবহার করেন। অনেক ডায়াবেটিস আক্রান্তরা বেদনাদায়ক অভিজ্ঞতার কারণে এ প্রক্রিয়া এড়িয়ে যান।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউক্যাসলের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ও গবেষণা দলের প্রধান পল দাস্তুর জানান, শর্করা শনাক্ত করতে পারে এমন এনজাইম নিয়ে কাজ করছেন তারা।
তিনি বলেন, ব্যথামুক্ত ও কম খরচে গ্লুকোজ পরীক্ষার জন্য তারা এ গবেষণা চালিয়ে যাচ্ছেন। যার মাধ্যমে ডায়াবেটিসের ভুক্তভোগীরা আরও ভালো ফলাফল পাবেন।
দাস্তুর বলছিলেন, লালার মাঝেও শর্করা থাকে। যা রক্তের শর্করাকে অনুসরণ করে ও যা প্রায় ১০০ গুণ কম ঘন। তাই পরীক্ষার ক্ষেত্রে খরচও কম।
এ পরীক্ষায় ব্যবহার হবে একটি ইলেকট্রনিক কলম। যেখান থেকে খুব সহজে ফলাফল প্রিন্ট করা যাবে।
এ গবেষণার ক্লিনিক্যাল ট্রায়ালের পর ব্যাপক উৎপাদনের জন্য ৪৭ লাখ ডলার তহবিল দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার।
একই পদ্ধতি কভিড-১৯, অ্যালার্জেন, হরমোন ও ক্যানসার পরীক্ষায় ব্যবহার করা যাবে বলেও উল্লেখ করেন অধ্যাপক দাস্তুর।
বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করে হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে করোনা নিয়ে কাজ করছে নিউক্যাসল।
Post a Comment